গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯০৫ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬০৪ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩৩১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।
Discussion about this post