রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানোর পর এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুকে আজ আদালতে হাজির করা হতে পারে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, এ মামলায় ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় রাহেনুলকে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
গতকাল ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এতে মামলার দুই নম্বর আসামি এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুর সম্পৃক্ততার কথা বেরিয়ে আসে।
এদিকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে অন্য দুই আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ।
এর আগে, সুমাইয়া পারভীন মেঘলা ও সম্পা বেগম নামের দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।
Discussion about this post