মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের প্রেসিডেন্টের পাঠানো চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।
বুধবার সকালে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এসব সামগ্রী হস্তান্তর করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আয়োজিত ডি-৮ সম্মেলনেও আসতে পারেন প্রেসিডেন্ট এরদোগান।
কিছুদিন আগে তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তাতে রাজি হন। এর আগেও চারবার করোনা চিকিৎসা সামগ্রী বাংলাদেশে পাঠিয়েছে দেশটি।
Discussion about this post