যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে শেখ হাসিনা সেনানিবাসের আটটি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
বুধবার সকালে লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসে পতাকা উত্তোলন করা হয়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতাকা উত্তোলন অনুষ্ঠানের কুচকাওয়াজ থেকে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। দেওয়া হয় গার্ড অফ অনার। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কারও সঙ্গে বৈরিতা চায় না বাংলাদেশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে।
Discussion about this post