বগুড়া ব্যুরো:
বগুড়ার সারিয়াকান্দিতে দুই পায়ের রগ কেটে দেয়া স্কুল শিক্ষক সাইফুল ইসলাম শফিকুল (৫৫) মারা গেছেন। শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
বৃহস্পতিবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের দক্ষিণ পাড়া তালদহ মাঠ থেকে তাকে দুই পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শফিকুল মাস্টার গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের বাসিন্দা।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, সাইফুল ইসলাম শফিকুল বুধবার সকালে দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে মাঝবাড়ি গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থা শফিকুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে পুলিশ। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানে মারা যান শফিকুল।
ইউএই্চ/
Discussion about this post